সাম্প্রতিক বাংলাদেশ
১। দেশের ৮ম বিভাগ হতে যাচ্ছে =ময়মনসিংহ বিভাগ। ২। দেশের ৬৫তম জেলা হবে = ভৈরব। ৩। দেশের ৩য় সমুদ্র বন্দর = পায়রা সমুদ্র বন্দর। ৪। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা =৪৮৯টি। ৫। বর্তমানে দেশে থানার সংখ্যা =৬৩৬টি। ৬। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা =৩১৯টি। ৭। বর্তমানে মাথাপিছু আয় =১১৯০মার্কিন ডলার। ৮। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) = ১০১৫ জন। ৯। দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা =১১০টি। ১০। জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা = ১২ জন। ১১। সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম =রাঙাপ্রভাত। ১২। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম = এম ভি বাঙালি। ১৩। প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে = ঢাকার মহাখালীতে। ১৪। পদ্মা সেতু নির্মাণ করবে = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিঃ। ১৫। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় = স্থায়ী সালিশি আদালতে (নেদারল্যান্ডস)। ১৬। বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় =৭ জুলাই ২০১৪। ১৭। বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে = ১৯৪৬৭ বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে। ১৮। বর্তমানে ...