পোস্টগুলি

সেপ্টেম্বর ২, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কারক

  কারক কৃ+ণক(অক) = কারক কারক শব্দের অর্থ, যে করে বা যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্বন্ধ হয় তাকে কারক বলে। যেমন- ‘বনি ফুটবল খেলছে’ এখানে ‘খেলছে’ একটি ক্রিয়াপদ। ‘খেলছে’ ক্রিয়াপদের সঙ্গে ‘বনি’ নামক নামপদের সম্বন্ধ হয়েছে। এই সম্বন্ধ বা সম্পর্কই কারক। কারকের প্রকারভেদঃ কারক ছয় প্রকার। যথা- ১। কর্তৃকারক,             ৪। সম্প্রদান কারক, ২। কর্মকারক,             ৫। অপাদান কারক, ৩। করণ কারক,           ৬। অধিকরণ কারক।   কর্তৃকারক বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। যেমন- মিতা নাচে। [মিতা কর্তৃকারক], হাবিব কবিতা লেখে। [হাবিব কর্তৃকারক] কর্তৃকারকের প্রকারভেদ- ১) ক্রিয়া সম্পদনের বৈচিত্র ও বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক চার প্রকার। যথা- ক) মুখ্যকর্তা,              খ) প্রযোজক কর্তা, গ) প্রযোজ্য কর্তা ...