রসায়ন বিজ্ঞান
রসায়ন বিজ্ঞান (Chemistry) এর গুরুত্বপূর্ণ বিষয়াবলী এসিড নীল লিটমাসকে - লাল করে । ক্ষার লাল লিটমাসকে – নীল করে । স্টেইনলেস স্টিলে থাকে – ক্রোমিয়াম, নিকেল ও লোহা । ইস্পাতে কার্বনের পরিমান – ০.১৫ – ১.৫ % । রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে – পরমাণু । ইস্পাতে সুনিয়ন্ত্রিত – কার্বন থাকে । রাজঅম্ল হলো – নাইট্রিক এসিড (HNO3) ও হাইড্রোক্লোরিক এসিডের (HCl) এর ১ : ৩ অনুপাতের মিশ্রণ । ক্লোরোপিকরিন (CCl3NO2) বলে - কাঁদুন গ্যাস । পানি হলো – অক্সিজেন ও হাইড্রোজেন এর মিশ্রণ । পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন এর অনুপাত – ১ : ২ । কার্বন একটি – বহুরুপী মৌল । সাবান তৈরীর প্রধান উপাদান – চর্বি । সর্বোত্তম তড়িৎ বাহক - তামা (Cu) । ইউরিয়া সারের প্রধান কাঁচামাল – মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস, নাইট্রোজেন । বাতাসে মিথেনের পরিমান – ০.০০০০২% । ওজোন (O3)এর রং – গাঢ় নীল । সাবানের রাসায়নিক নাম – সোডিয়াম স্টিয়ারেট । স্বর্ণ গলাতে সাহায্য করে – রাজঅম্ল । ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস – ক্লোরিন (Cl)। ধাতু হিসাবে কিসের ব্যবহার সবচেয়ে বেশী – লোহার ...