LAW
প্রশ্ন : আইনের সংজ্ঞা দাও । বিভিন্ন প্রকার আইনগুলি কী ? উত্তর : আইনের সংজ্ঞা : আইনের সংজ্ঞা প্রদান একটি অত্যন্ত দুরূহ কাজ। তথাপিও বিভিন্ন আইন বিজ্ঞানী এবং দার্শনিকগণ ইহা বিভিন্ন উপায়ে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। সাধারণভাবে ' আইন ' বলতে আমরা যেকোনো কার্যের নিয়মকে বুঝে থাকি। নিম্নে আমরা বিভিন্ন আইন বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞাকে তুলে ধরছি : Prof. Salmond আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে , "Law is the body of principles recognized and applied by the state in the administration of justice." অর্থাত্ বিচার প্রশাসন কার্যে যে সকল নীতিমালাসমূহ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত হয়ে থাকে , উহাই আইন। প্রখ্যাত আইন বিশারদ John Austin বলেন যে , "Law is the command of the sovereign." অর্থাত্ আইন হলো এক ধরনের অধিকার ও বাধ্যবাধকতা যা রাষ্ট্র বলবত্ করে। Prof. Holland- এর ভাষায় , "Law is a general rule of external human action enforced by a sovereign...