ইসলামের ইতিহাস ও সংস্কৃতি: প্রাক-ইসলামি আরব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এইচএসসি পরীক্ষা-২০২৪ এর প্রস্তুতি প্রাক-ইসলামি আরব 01. ইতিহাসের জনক কে ? উত্তরঃ ইতিহাসের জনক হলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। 02. উটকে ' মরুভূমির জাহাজ ' বলা হ য় কেন ? উত্তরঃ মরু অঞ্চলের যাতা য়াতের প্রধান বাহন হ ওয়ায় উটকে মরুভূমির জাহাজ বলা হ য় । আরবের অধিকাংশ অঞ্চলে মরুভূমি। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য , পানী য় সংগ্রহ ও যোগাযোগ প্রদান বহন এবং ক্র য় -বিক্র য়ের মাধ্যম হসাবে উটকে ব্যবহার করে। তাই উটকে মরুভূমির জাহাজ বলা হ য় । 03. আল মালা কি ? উত্তরঃ আল মালা হল ইসলাম পূর্ব আরবের একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা। 04. আরব দেশকে ' জাজিরাতুল আরব ' বলা হ য় কেন ? ব্যাখ্যা কর। উত্তরঃ জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বুঝা য় । জাজিরা আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আরব একটি ভূখণ্ডের নাম। সাধারণত তিনদিক পানি এবং একদিকে স্থল পরিবেষ্টিত ভূখণ্ডকে উপদ্বীপ বলা হ য়। এশি য়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহ...