Tense
Tense ( কাল ) হলো ক্রিয়াপদের রূপ যা কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে। এটি বোঝায় কাজটি বর্তমানে , অতীতে , বা ভবিষ্যতে কবে সংঘটিত হয়েছে বা হবে । উদাহরণ : 🔹 I eat rice. ( আমি ভাত খাই। – Present Tense) 🔹 I ate rice. ( আমি ভাত খেলাম। – Past Tense) 🔹 I will eat rice. ( আমি ভাত খাব। – Future Tense) Tense প্রধানত ৩ ( তিন ) প্রকার : Present Tense (বর্তমান কাল) Past Tense (অতীত কাল) Future Tense (ভবিষ্যৎ কাল) প্রতিটি Tense আবার ৪ ভাগে বিভক্ত : Tense Sub-Type Preset Tense 1. Present Indefinite 2. Present Continuous 3. Present Perfect 4. Present Perfect Continuous Past Tense 1. Past Indefinite 2. Past Continuous 3. Past Perfect 4. Past Perfect Continuous ...