Tense
Tense (কাল) হলো ক্রিয়াপদের রূপ যা কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে। এটি বোঝায় কাজটি বর্তমানে, অতীতে, বা ভবিষ্যতে কবে সংঘটিত হয়েছে বা হবে।
🔹 I eat rice. (আমি ভাত খাই। – Present Tense)
🔹 I ate rice. (আমি ভাত খেলাম। – Past Tense)
🔹 I will eat rice. (আমি ভাত খাব। – Future Tense)
Tense প্রধানত ৩ (তিন) প্রকার:
- Present Tense (বর্তমান কাল)
- Past Tense (অতীত কাল)
- Future Tense (ভবিষ্যৎ কাল)
প্রতিটি Tense আবার ৪ ভাগে বিভক্ত:
Tense | Sub-Type |
Preset Tense | 1. Present Indefinite |
2. Present Continuous | |
3. Present Perfect | |
4. Present Perfect Continuous | |
Past Tense | 1. Past Indefinite |
2. Past Continuous | |
3. Past Perfect | |
4. Past Perfect Continuous | |
Future Tense | 1. Future Indefinite |
2. Future Continuous | |
3. Future Perfect | |
4. Future Perfect Continuous |
Present Tense
(a) Simple Present Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + verb (base form) + object | She writes a letter. |
Negative | Subject + do/does + not + verb (base form) + object | She does not write a letter. |
Interrogative | Do/Does + subject + verb (base form) + object? | Does she write a letter? |
(b) Present Continuous Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + is/am/are + verb (-ing) + object | She is writing a letter. |
Negative | Subject + is/am/are + not + verb (-ing) + object | She is not writing a letter. |
Interrogative | Is/Am/Are + subject + verb (-ing) + object? | Is she writing a letter? |
(c) Present Perfect Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + has/have + past participle + object | She has written a letter. |
Negative | Subject + has/have + not + past participle + object | She has not written a letter. |
Interrogative | Has/Have + subject + past participle + object? | Has she written a letter? |
(d) Present Perfect Continuous Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + has/have been + verb (-ing) + object | She has been writing a letter. |
Negative | Subject + has/have not been + verb (-ing) + object | She has not been writing a letter. |
Interrogative | Has/Have + subject + been + verb (-ing) + object? | Has she been writing a letter? |
Past Tense
(a) Simple Past Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + verb (past form) + object. | She wrote a letter. |
Negative | Subject + did not + verb (base form) + object. | She did not write a letter. |
Interrogative | Did + subject + verb (base form) + object? | Did she write a letter? |
(b) Past Continuous Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + was/were + verb (-ing) + object. | She was writing a letter. |
Negative | Subject + was/were + not + verb (-ing) + object. | She was not writing a letter. |
Interrogative | Was/Were + subject + verb (-ing) + object? | Was she writing a letter? |
(c) Past Perfect Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + had + past participle + object. | She had written a letter. |
Negative | Subject + had not + past participle + object. | She had not written a letter. |
Interrogative | Had + subject + past participle + object? | Had she written a letter? |
(d) Past Perfect Continuous Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + had been + verb (-ing) + object. | She had been writing a letter. |
Negative | Subject + had not been + verb (-ing) + object. | She had not been writing a letter. |
Interrogative | Subject + had not been + verb (-ing) + object | Had she been writing a letter? |
Future Tense
(a) Simple Future Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + will + verb (base form) + object | She will write a letter. |
Negative | Subject + will not (won’t) + verb (base form) + object | She will not write a letter. |
Interrogative | Will + subject + verb (base form) + object? | Will she write a letter? |
(b) Future Continuous Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + will be + verb (-ing) + object | She will be writing a letter. |
Negative | Subject + will not be + verb (-ing) + object | She will not be writing a letter. |
Interrogative | Will + subject + be + verb (-ing) + object? | Will she be writing a letter? |
(c) Future Perfect Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + will have + past participle + object | She will have written a letter. |
Negative | Subject + will not have + past participle + object | She will not have written a letter. |
Interrogative | Will + subject + have + past participle + object? | Will she have written a letter? |
(d) Future Perfect Continuous Tense
Sentence | Structure | Example |
Affirmative | Subject + will have been + verb (-ing) + object | She will have been writing a letter. |
Negative | Subject + will not have been + verb (-ing) + object | She will not have been writing a letter |
Interrogative | Will + subject + have been + verb (-ing) + object? | Will she have been writing a letter? |
Passive Voice
Tense | Affirmative | Negative | Interrogative |
Simple Present | A letter is written. | A letter is not written. | Is a letter written? |
Present Continuous | A letter is being written. | A letter is not being written. | Is a letter being written? |
Present Perfect | A letter has been written. | A letter has not been written. | Has a letter been written? |
Simple Past | A letter was written. | A letter was not written. | Was a letter written? |
Past Continuous | A letter was being written. | A letter was not being written. | Was a letter being written? |
Past Perfect | A letter had been written. | A letter had not been written. | Had a letter been written? |
Simple Future | A letter will be written. | A letter will not be written. | Will a letter be written? |
Future Perfect | A letter will have been written. | A letter will not have been written. | Will a letter have been written? |
Present Indefinite Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I play football. (আমি ফুটবল খেলি।)
- She sings a song. (সে একটি গান গায়।)
- They study every day. (তারা প্রতিদিন পড়াশোনা করে।)
- He eats rice. (সে ভাত খায়।)
- We go to school. (আমরা স্কুলে যাই।)
- The sun rises in the east. (সূর্য পূর্ব দিকে উঠে।)
- Cats drink milk. (বিড়াল দুধ খায়।)
- She speaks English fluently. (সে ইংরেজি সাবলীলভাবে বলে।)
- Birds fly in the sky. (পাখিরা আকাশে ওড়ে।)
- He loves his mother. (সে তার মাকে ভালোবাসে।)
- We read books. (আমরা বই পড়ি।)
- She teaches Mathematics. (সে গণিত পড়ায়।)
- I like mangoes. (আমি আম পছন্দ করি।)
- Children play in the park. (শিশুরা পার্কে খেলে।)
- He watches TV at night. (সে রাতে টিভি দেখে।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I do not play cricket. (আমি ক্রিকেট খেলি না।)
- She does not like coffee. (সে কফি পছন্দ করে না।)
- They do not go to the gym. (তারা জিমে যায় না।)
- He does not drive a car. (সে গাড়ি চালায় না।)
- We do not eat junk food. (আমরা জাঙ্ক ফুড খাই না।)
- The baby does not cry at night. (শিশুটি রাতে কাঁদে না।)
- She does not dance well. (সে ভালো নাচতে পারে না।)
- Dogs do not eat vegetables. (কুকুর সবজি খায় না।)
- He does not smoke. (সে ধূমপান করে না।)
- I do not go to bed late. (আমি দেরি করে ঘুমোতে যাই না।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Do you like ice cream? (তুমি কি আইসক্রিম পছন্দ করো?)
- Does she know you? (সে কি তোমাকে চেনে?)
- Do they play football? (তারা কি ফুটবল খেলে?)
- Does he watch TV every day? (সে কি প্রতিদিন টিভি দেখে?)
- Do we need a ticket for the show? (আমাদের কি শো-এর জন্য টিকিট দরকার?)
- Does the sun set in the west? (সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায়?)
- Do you wake up early? (তুমি কি সকালে উঠো?)
- Does she speak French? (সে কি ফরাসি বলে?)
- Do birds sing in the morning? (পাখিরা কি সকালে গান গায়?)
- Does he go to school regularly? (সে কি নিয়মিত স্কুলে যায়?)
Present Continuous Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I am eating rice. (আমি ভাত খাচ্ছি।)
- She is singing a song. (সে একটি গান গাইছে।)
- They are playing football. (তারা ফুটবল খেলছে।)
- He is watching TV. (সে টিভি দেখছে।)
- We are going to school. (আমরা স্কুলে যাচ্ছি।)
- It is raining heavily. (প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।)
- The baby is sleeping now. (শিশুটি এখন ঘুমাচ্ছে।)
- She is reading a book. (সে একটি বই পড়ছে।)
- I am writing a letter. (আমি একটি চিঠি লিখছি।)
- The children are playing in the park. (শিশুরা পার্কে খেলছে।)
- He is driving a car. (সে গাড়ি চালাচ্ছে।)
- We are learning English. (আমরা ইংরেজি শিখছি।)
- She is cooking dinner. (সে রাতের খাবার রান্না করছে।)
- They are waiting for the bus. (তারা বাসের জন্য অপেক্ষা করছে।)
- The teacher is explaining the lesson. (শিক্ষক পাঠ ব্যাখ্যা করছেন।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I am not eating rice. (আমি ভাত খাচ্ছি না।)
- She is not singing a song. (সে একটি গান গাইছে না।)
- They are not playing football. (তারা ফুটবল খেলছে না।)
- He is not watching TV. (সে টিভি দেখছে না।)
- We are not going to school. (আমরা স্কুলে যাচ্ছি না।)
- It is not raining now. (এখন বৃষ্টি হচ্ছে না।)
- The baby is not sleeping. (শিশুটি ঘুমাচ্ছে না।)
- She is not reading a book. (সে একটি বই পড়ছে না।)
- I am not writing a letter. (আমি একটি চিঠি লিখছি না।)
- The children are not playing in the park. (শিশুরা পার্কে খেলছে না।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Am I eating rice? (আমি কি ভাত খাচ্ছি?)
- Is she singing a song? (সে কি একটি গান গাইছে?)
- Are they playing football? (তারা কি ফুটবল খেলছে?)
- Is he watching TV? (সে কি টিভি দেখছে?)
- Are we going to school? (আমরা কি স্কুলে যাচ্ছি?)
- Is it raining now? (এখন কি বৃষ্টি হচ্ছে?)
- Is the baby sleeping? (শিশুটি কি ঘুমাচ্ছে?)
- Is she reading a book? (সে কি একটি বই পড়ছে?)
- Am I writing a letter? (আমি কি একটি চিঠি লিখছি?)
- Are the children playing in the park? (শিশুরা কি পার্কে খেলছে?)
Present Perfect Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I have finished my homework. (আমি আমার বাড়ির কাজ শেষ করেছি।)
- She has sung a song. (সে একটি গান গেয়েছে।)
- They have played football. (তারা ফুটবল খেলেছে।)
- He has watched that movie. (সে সেই সিনেমাটি দেখেছে।)
- We have gone to school. (আমরা স্কুলে গিয়েছি।)
- It has rained heavily. (প্রচণ্ড বৃষ্টি হয়েছে।)
- The baby has slept well. (শিশুটি ভালোভাবে ঘুমিয়েছে।)
- She has read this book. (সে এই বইটি পড়েছে।)
- I have written a letter. (আমি একটি চিঠি লিখেছি।)
- The children have played in the park. (শিশুরা পার্কে খেলেছে।)
- He has driven a car. (সে গাড়ি চালিয়েছে।)
- We have learned English. (আমরা ইংরেজি শিখেছি।)
- She has cooked dinner. (সে রাতের খাবার রান্না করেছে।)
- They have waited for the bus. (তারা বাসের জন্য অপেক্ষা করেছে।)
- The teacher has explained the lesson. (শিক্ষক পাঠ ব্যাখ্যা করেছেন।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I have not finished my homework. (আমি আমার বাড়ির কাজ শেষ করিনি।)
- She has not sung a song. (সে একটি গান গায়নি।)
- They have not played football. (তারা ফুটবল খেলেনি।)
- He has not watched that movie. (সে সেই সিনেমাটি দেখেনি।)
- We have not gone to school. (আমরা স্কুলে যাইনি।)
- It has not rained today. (আজ বৃষ্টি হয়নি।)
- The baby has not slept well. (শিশুটি ভালোভাবে ঘুমায়নি।)
- She has not read this book. (সে এই বইটি পড়েনি।)
- I have not written a letter. (আমি একটি চিঠি লিখিনি।)
- The children have not played in the park. (শিশুরা পার্কে খেলেনি।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Have I finished my homework? (আমি কি আমার বাড়ির কাজ শেষ করেছি?)
- Has she sung a song? (সে কি একটি গান গেয়েছে?)
- Have they played football? (তারা কি ফুটবল খেলেছে?)
- Has he watched that movie? (সে কি সেই সিনেমাটি দেখেছে?)
- Have we gone to school? (আমরা কি স্কুলে গিয়েছি?)
- Has it rained today? (আজ কি বৃষ্টি হয়েছে?)
- Has the baby slept well? (শিশুটি কি ভালোভাবে ঘুমিয়েছে?)
- Has she read this book? (সে কি এই বইটি পড়েছে?)
- Have I written a letter? (আমি কি একটি চিঠি লিখেছি?)
- Have the children played in the park? (শিশুরা কি পার্কে খেলেছে?)
Present Perfect Continuous Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I have been reading a book for two hours. (আমি দুই ঘণ্টা ধরে একটি বই পড়ছি।)
- She has been singing a song since morning. (সে সকাল থেকে একটি গান গাইছে।)
- They have been playing football for an hour. (তারা এক ঘণ্টা ধরে ফুটবল খেলছে।)
- He has been watching TV since evening. (সে সন্ধ্যা থেকে টিভি দেখছে।)
- We have been going to school for five years. (আমরা পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি।)
- It has been raining since morning. (সকাল থেকে বৃষ্টি হচ্ছে।)
- The baby has been sleeping for two hours. (শিশুটি দুই ঘণ্টা ধরে ঘুমাচ্ছে।)
- She has been reading a novel since yesterday. (সে গতকাল থেকে একটি উপন্যাস পড়ছে।)
- I have been writing a letter for an hour. (আমি এক ঘণ্টা ধরে একটি চিঠি লিখছি।)
- The children have been playing in the park since afternoon. (শিশুরা দুপুর থেকে পার্কে খেলছে।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I have not been reading a book for two hours. (আমি দুই ঘণ্টা ধরে একটি বই পড়ছি না।)
- She has not been singing a song since morning. (সে সকাল থেকে একটি গান গাইছে না।)
- They have not been playing football for an hour. (তারা এক ঘণ্টা ধরে ফুটবল খেলছে না।)
- He has not been watching TV since evening. (সে সন্ধ্যা থেকে টিভি দেখছে না।)
- We have not been going to school for five years. (আমরা পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি না।)
- It has not been raining since morning. (সকাল থেকে বৃষ্টি হচ্ছে না।)
- The baby has not been sleeping for two hours. (শিশুটি দুই ঘণ্টা ধরে ঘুমাচ্ছে না।)
- She has not been reading a novel since yesterday. (সে গতকাল থেকে একটি উপন্যাস পড়ছে না।)
- I have not been writing a letter for an hour. (আমি এক ঘণ্টা ধরে একটি চিঠি লিখছি না।)
- The children have not been playing in the park since afternoon. (শিশুরা দুপুর থেকে পার্কে খেলছে না।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Have I been reading a book for two hours? (আমি কি দুই ঘণ্টা ধরে একটি বই পড়ছি?)
- Has she been singing a song since morning? (সে কি সকাল থেকে একটি গান গাইছে?)
- Have they been playing football for an hour? (তারা কি এক ঘণ্টা ধরে ফুটবল খেলছে?)
- Has he been watching TV since evening? (সে কি সন্ধ্যা থেকে টিভি দেখছে?)
- Have we been going to school for five years? (আমরা কি পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি?)
- Has it been raining since morning? (সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে?)
- Has the baby been sleeping for two hours? (শিশুটি কি দুই ঘণ্টা ধরে ঘুমাচ্ছে?)
- Has she been reading a novel since yesterday? (সে কি গতকাল থেকে একটি উপন্যাস পড়ছে?)
- Have I been writing a letter for an hour? (আমি কি এক ঘণ্টা ধরে একটি চিঠি লিখছি?)
- Have the children been playing in the park since afternoon? (শিশুরা কি দুপুর থেকে পার্কে খেলছে?)
Past Indefinite Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I went to school. (আমি স্কুলে গিয়েছিলাম।)
- She sang a song. (সে একটি গান গেয়েছিল।)
- They played football. (তারা ফুটবল খেলেছিল।)
- He watched a movie. (সে একটি সিনেমা দেখেছিল।)
- We ate dinner at 8 PM. (আমরা রাত ৮টায় রাতের খাবার খেয়েছিলাম।)
- It rained heavily yesterday. (গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল।)
- The baby slept well. (শিশুটি ভালোভাবে ঘুমিয়েছিল।)
- She read a novel. (সে একটি উপন্যাস পড়েছিল।)
- I wrote a letter. (আমি একটি চিঠি লিখেছিলাম।)
- The children played in the park. (শিশুরা পার্কে খেলেছিল।)
- He drove a car. (সে গাড়ি চালিয়েছিল।)
- We learned English. (আমরা ইংরেজি শিখেছিলাম।)
- She cooked dinner. (সে রাতের খাবার রান্না করেছিল।)
- They waited for the bus. (তারা বাসের জন্য অপেক্ষা করেছিল।)
- The teacher explained the lesson. (শিক্ষক পাঠ ব্যাখ্যা করেছিলেন।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I did not go to school. (আমি স্কুলে যাইনি।)
- She did not sing a song. (সে একটি গান গায়নি।)
- They did not play football. (তারা ফুটবল খেলেনি।)
- He did not watch the movie. (সে সেই সিনেমাটি দেখেনি।)
- We did not eat dinner at 8 PM. (আমরা রাত ৮টায় রাতের খাবার খাইনি।)
- It did not rain yesterday. (গতকাল বৃষ্টি হয়নি।)
- The baby did not sleep well. (শিশুটি ভালোভাবে ঘুমায়নি।)
- She did not read this book. (সে এই বইটি পড়েনি।)
- I did not write a letter. (আমি একটি চিঠি লিখিনি।)
- The children did not play in the park. (শিশুরা পার্কে খেলেনি।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Did I go to school? (আমি কি স্কুলে গিয়েছিলাম?)
- Did she sing a song? (সে কি একটি গান গেয়েছিল?)
- Did they play football? (তারা কি ফুটবল খেলেছিল?)
- Did he watch that movie? (সে কি সেই সিনেমাটি দেখেছিল?)
- Did we eat dinner at 8 PM? (আমরা কি রাত ৮টায় রাতের খাবার খেয়েছিলাম?)
- Did it rain yesterday? (গতকাল কি বৃষ্টি হয়েছিল?)
- Did the baby sleep well? (শিশুটি কি ভালোভাবে ঘুমিয়েছিল?)
- Did she read this book? (সে কি এই বইটি পড়েছিল?)
- Did I write a letter? (আমি কি একটি চিঠি লিখেছিলাম?)
- Did the children play in the park? (শিশুরা কি পার্কে খেলেছিল?)
Past Continuous Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I was reading a book. (আমি একটি বই পড়ছিলাম।)
- She was singing a song. (সে একটি গান গাইছিল।)
- They were playing football. (তারা ফুটবল খেলছিল।)
- He was watching TV. (সে টিভি দেখছিল।)
- We were eating dinner. (আমরা রাতের খাবার খাচ্ছিলাম।)
- It was raining heavily. (প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।)
- The baby was sleeping. (শিশুটি ঘুমাচ্ছিল।)
- She was writing a letter. (সে একটি চিঠি লিখছিল।)
- I was talking to my friend. (আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম।)
- The children were playing in the park. (শিশুরা পার্কে খেলছিল।)
- He was driving a car. (সে গাড়ি চালাচ্ছিল।)
- We were studying for the exam. (আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছিলাম।)
- She was cooking dinner. (সে রাতের খাবার রান্না করছিল।)
- They were waiting for the bus. (তারা বাসের জন্য অপেক্ষা করছিল।)
- The teacher was explaining the lesson. (শিক্ষক পাঠ ব্যাখ্যা করছিলেন।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I was not reading a book. (আমি একটি বই পড়ছিলাম না।)
- She was not singing a song. (সে একটি গান গাইছিল না।)
- They were not playing football. (তারা ফুটবল খেলছিল না।)
- He was not watching TV. (সে টিভি দেখছিল না।)
- We were not eating dinner. (আমরা রাতের খাবার খাচ্ছিলাম না।)
- It was not raining heavily. (প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল না।)
- The baby was not sleeping. (শিশুটি ঘুমাচ্ছিল না।)
- She was not writing a letter. (সে একটি চিঠি লিখছিল না।)
- I was not talking to my friend. (আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম না।)
- The children were not playing in the park. (শিশুরা পার্কে খেলছিল না।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Was I reading a book? (আমি কি একটি বই পড়ছিলাম?)
- Was she singing a song? (সে কি একটি গান গাইছিল?)
- Were they playing football? (তারা কি ফুটবল খেলছিল?)
- Was he watching TV? (সে কি টিভি দেখছিল?)
- Were we eating dinner? (আমরা কি রাতের খাবার খাচ্ছিলাম?)
- Was it raining heavily? (প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কি?)
- Was the baby sleeping? (শিশুটি কি ঘুমাচ্ছিল?)
- Was she writing a letter? (সে কি একটি চিঠি লিখছিল?)
- Was I talking to my friend? (আমি কি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম?)
- Were the children playing in the park? (শিশুরা কি পার্কে খেলছিল?)
Past Perfect Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I had finished my work. (আমি আমার কাজ শেষ করেছিলাম।)
- She had cooked dinner before we arrived. (আমরা আসার আগে সে রাতের খাবার রান্না করেছিল।)
- They had played football before it started raining. (বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ফুটবল খেলেছিল।)
- He had watched the movie already. (সে ইতিমধ্যেই সিনেমাটি দেখে ফেলেছিল।)
- We had eaten lunch by 2 PM. (আমরা দুপুর ২টার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলেছিলাম।)
- It had stopped raining before I left. (আমি বের হওয়ার আগে বৃষ্টি থেমে গিয়েছিল।)
- The baby had slept before the noise started. (শিশুটি শব্দ শুরু হওয়ার আগে ঘুমিয়ে গিয়েছিল।)
- She had read that book before. (সে আগেই বইটি পড়ে ফেলেছিল।)
- I had written a letter to him. (আমি তাকে একটি চিঠি লিখেছিলাম।)
- The children had gone to bed before 10 PM. (শিশুরা রাত ১০টার আগে ঘুমিয়ে পড়েছিল।)
- He had completed his project before the deadline. (সে নির্ধারিত সময়ের আগে তার প্রকল্প শেষ করেছিল।)
- We had learned English before moving to the USA. (আমরা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ইংরেজি শিখেছিলাম।)
- She had cleaned the house before her guests arrived. (তার অতিথিরা আসার আগে সে ঘর পরিষ্কার করেছিল।)
- They had waited for the bus for an hour. (তারা এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করেছিল।)
- The teacher had explained the lesson well. (শিক্ষক পাঠটি ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I had not finished my work. (আমি আমার কাজ শেষ করিনি।)
- She had not cooked dinner before we arrived. (আমরা আসার আগে সে রাতের খাবার রান্না করেনি।)
- They had not played football before it started raining. (বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ফুটবল খেলেনি।)
- He had not watched the movie yet. (সে এখনো সিনেমাটি দেখেনি।)
- We had not eaten lunch by 2 PM. (আমরা দুপুর ২টার মধ্যে দুপুরের খাবার খাইনি।)
- It had not stopped raining before I left. (আমি বের হওয়ার আগে বৃষ্টি থামেনি।)
- The baby had not slept before the noise started. (শিশুটি শব্দ শুরু হওয়ার আগে ঘুমায়নি।)
- She had not read that book before. (সে আগের মতো বইটি পড়েনি।)
- I had not written a letter to him. (আমি তাকে একটি চিঠি লিখিনি।)
- The children had not gone to bed before 10 PM. (শিশুরা রাত ১০টার আগে ঘুমাতে যায়নি।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Had I finished my work? (আমি কি আমার কাজ শেষ করেছিলাম?)
- Had she cooked dinner before we arrived? (আমরা আসার আগে কি সে রাতের খাবার রান্না করেছিল?)
- Had they played football before it started raining? (বৃষ্টি শুরু হওয়ার আগে কি তারা ফুটবল খেলেছিল?)
- Had he watched the movie already? (সে কি ইতিমধ্যেই সিনেমাটি দেখে ফেলেছিল?)
- Had we eaten lunch by 2 PM? (আমরা কি দুপুর ২টার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলেছিলাম?)
- Had it stopped raining before I left? (আমি বের হওয়ার আগে কি বৃষ্টি থেমে গিয়েছিল?)
- Had the baby slept before the noise started? (শিশুটি কি শব্দ শুরু হওয়ার আগে ঘুমিয়ে গিয়েছিল?)
- Had she read that book before? (সে কি আগেই বইটি পড়ে ফেলেছিল?)
- Had I written a letter to him? (আমি কি তাকে একটি চিঠি লিখেছিলাম?)
- Had the children gone to bed before 10 PM? (শিশুরা কি রাত ১০টার আগে ঘুমিয়ে পড়েছিল?)
Past Perfect Continuous Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I had been reading a book for two hours. (আমি দুই ঘণ্টা ধরে একটি বই পড়ছিলাম।)
- She had been cooking for an hour before they arrived. (তারা আসার আগে সে এক ঘণ্টা ধরে রান্না করছিল।)
- They had been playing football since morning. (তারা সকাল থেকে ফুটবল খেলছিল।)
- He had been watching TV for three hours. (সে তিন ঘণ্টা ধরে টিভি দেখছিল।)
- We had been eating lunch for 30 minutes. (আমরা ৩০ মিনিট ধরে দুপুরের খাবার খাচ্ছিলাম।)
- It had been raining since last night. (গত রাত থেকে বৃষ্টি হচ্ছিল।)
- The baby had been crying for an hour. (শিশুটি এক ঘণ্টা ধরে কাঁদছিল।)
- She had been writing a letter since morning. (সে সকাল থেকে একটি চিঠি লিখছিল।)
- I had been talking to my friend for a long time. (আমি অনেকক্ষণ ধরে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম।)
- The children had been playing in the park since afternoon. (শিশুরা দুপুর থেকে পার্কে খেলছিল।)
- He had been driving a car for two hours. (সে দুই ঘণ্টা ধরে গাড়ি চালাচ্ছিল।)
- We had been studying for the exam for three months. (আমরা তিন মাস ধরে পরীক্ষার জন্য পড়াশোনা করছিলাম।)
- She had been learning English since January. (সে জানুয়ারি থেকে ইংরেজি শিখছিল।)
- They had been waiting for the bus for 45 minutes. (তারা ৪৫ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছিল।)
- The teacher had been explaining the lesson for an hour. (শিক্ষক এক ঘণ্টা ধরে পাঠ ব্যাখ্যা করছিলেন।
Negative Sentences (না সূচক বাক্য)
- I had not been reading a book for two hours. (আমি দুই ঘণ্টা ধরে একটি বই পড়ছিলাম না।)
- She had not been cooking for an hour before they arrived. (তারা আসার আগে সে এক ঘণ্টা ধরে রান্না করছিল না।)
- They had not been playing football since morning. (তারা সকাল থেকে ফুটবল খেলছিল না।)
- He had not been watching TV for three hours. (সে তিন ঘণ্টা ধরে টিভি দেখছিল না।)
- We had not been eating lunch for 30 minutes. (আমরা ৩০ মিনিট ধরে দুপুরের খাবার খাচ্ছিলাম না।)
- It had not been raining since last night. (গত রাত থেকে বৃষ্টি হচ্ছিল না।)
- The baby had not been crying for an hour. (শিশুটি এক ঘণ্টা ধরে কাঁদছিল না।)
- She had not been writing a letter since morning. (সে সকাল থেকে একটি চিঠি লিখছিল না।)
- I had not been talking to my friend for a long time. (আমি অনেকক্ষণ ধরে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম না।)
- The children had not been playing in the park since afternoon. (শিশুরা দুপুর থেকে পার্কে খেলছিল না।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Had I been reading a book for two hours? (আমি কি দুই ঘণ্টা ধরে একটি বই পড়ছিলাম?)
- Had she been cooking for an hour before they arrived? (তারা আসার আগে কি সে এক ঘণ্টা ধরে রান্না করছিল?)
- Had they been playing football since morning? (তারা কি সকাল থেকে ফুটবল খেলছিল?)
- Had he been watching TV for three hours? (সে কি তিন ঘণ্টা ধরে টিভি দেখছিল?)
- Had we been eating lunch for 30 minutes? (আমরা কি ৩০ মিনিট ধরে দুপুরের খাবার খাচ্ছিলাম?)
- Had it been raining since last night? (গত রাত থেকে কি বৃষ্টি হচ্ছিল?)
- Had the baby been crying for an hour? (শিশুটি কি এক ঘণ্টা ধরে কাঁদছিল?)
- Had she been writing a letter since morning? (সে কি সকাল থেকে একটি চিঠি লিখছিল?)
- Had I been talking to my friend for a long time? (আমি কি অনেকক্ষণ ধরে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম?)
- Had the children been playing in the park since afternoon? (শিশুরা কি দুপুর থেকে পার্কে খেলছিল?)
Future Indefinite Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I will go to the market tomorrow. (আমি কাল বাজারে যাব।)
- She will visit her grandparents next month. (সে আগামী মাসে তার দাদু-দাদির বাড়ি যাবে।)
- They will play football in the evening. (তারা সন্ধ্যায় ফুটবল খেলবে।)
- He will call you later. (সে পরে তোমাকে ফোন করবে।)
- We will study together for the exam. (আমরা একসাথে পরীক্ষার জন্য পড়ব।)
- It will rain tomorrow. (কাল বৃষ্টি হবে।)
- The baby will sleep in the afternoon. (শিশুটি দুপুরে ঘুমাবে।)
- I will finish my homework soon. (আমি শীঘ্রই আমার হোমওয়ার্ক শেষ করব।)
- They will travel to the USA next year. (তারা আগামী বছর যুক্তরাষ্ট্র ভ্রমণ করবে।)
- She will sing a song at the concert. (সে কনসার্টে একটি গান গাইবে।)
- I will meet my friend tomorrow. (আমি আগামীকাল আমার বন্ধুর সাথে দেখা করব।)
- We will have lunch at 1 PM. (আমরা ১টার সময় দুপুরের খাবার খাওয়াব।)
- He will start a new job next week. (সে আগামী সপ্তাহে একটি নতুন চাকরি শুরু করবে।)
- The train will leave at 9 AM. (ট্রেনটি সকাল ৯টায় ছেড়ে যাবে।)
- She will complete her project by next month. (সে আগামী মাসের মধ্যে তার প্রকল্প শেষ করবে।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I will not go to the market tomorrow. (আমি কাল বাজারে যাব না।)
- She will not visit her grandparents next month. (সে আগামী মাসে তার দাদু-দাদির বাড়ি যাবে না।)
- They will not play football in the evening. (তারা সন্ধ্যায় ফুটবল খেলবে না।)
- He will not call you later. (সে পরে তোমাকে ফোন করবে না।)
- We will not study together for the exam. (আমরা একসাথে পরীক্ষার জন্য পড়ব না।)
- It will not rain tomorrow. (কাল বৃষ্টি হবে না।)
- The baby will not sleep in the afternoon. (শিশুটি দুপুরে ঘুমাবে না।)
- I will not finish my homework soon. (আমি শীঘ্রই আমার হোমওয়ার্ক শেষ করব না।)
- They will not travel to the USA next year. (তারা আগামী বছর যুক্তরাষ্ট্র ভ্রমণ করবে না।)
- She will not sing a song at the concert. (সে কনসার্টে একটি গান গাইবে না।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Will I go to the market tomorrow? (আমি কি কাল বাজারে যাব?)
- Will she visit her grandparents next month? (সে কি আগামী মাসে তার দাদু-দাদির বাড়ি যাবে?)
- Will they play football in the evening? (তারা কি সন্ধ্যায় ফুটবল খেলবে?)
- Will he call you later? (সে কি পরে তোমাকে ফোন করবে?)
- Will we study together for the exam? (আমরা কি একসাথে পরীক্ষার জন্য পড়ব?)
- Will it rain tomorrow? (কাল বৃষ্টি হবে কি?)
- Will the baby sleep in the afternoon? (শিশুটি কি দুপুরে ঘুমাবে?)
- Will I finish my homework soon? (আমি কি শীঘ্রই আমার হোমওয়ার্ক শেষ করব?)
- Will they travel to the USA next year? (তারা কি আগামী বছর যুক্তরাষ্ট্র ভ্রমণ করবে?)
- Will she sing a song at the concert? (সে কি কনসার্টে একটি গান গাইবে?)
Future Perfect Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I will have finished my homework by 5 PM. (আমি ৫টার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলব।)
- She will have left for school by the time you arrive. (তুমি পৌঁছানোর আগেই সে স্কুলে চলে যাবে।)
- They will have completed the project by next week. (তারা আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করবে।)
- We will have visited all the tourist spots by the end of the month. (আমরা মাসের শেষের মধ্যে সব পর্যটন স্থান পরিদর্শন করে ফেলব।)
- He will have repaired the car by tomorrow. (সে আগামীকাল গাড়ি মেরামত করে ফেলবে।)
- I will have read the book by next Saturday. (আমি আগামী শনিবারের মধ্যে বইটি পড়ে ফেলব।)
- They will have traveled to three countries by next year. (তারা আগামী বছর তিনটি দেশে ভ্রমণ করবে।)
- She will have completed her work by 6 PM. (সে ৬টার মধ্যে তার কাজ শেষ করে ফেলবে।)
- We will have built the new house by next summer. (আমরা আগামী গ্রীষ্মের মধ্যে নতুন বাড়িটি তৈরি করে ফেলব।)
- I will have eaten lunch by 1 PM. (আমি ১টার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলব।)
- The teacher will have explained the lesson by tomorrow. (শিক্ষক আগামীকাল পাঠটি ব্যাখ্যা করে ফেলবেন।)
- He will have learned to play the piano by the end of the year. (সে বছর শেষের মধ্যে পিয়ানো বাজানো শিখে ফেলবে।)
- She will have finished all the assignments by next month. (সে আগামী মাসের মধ্যে সব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলবে।)
- They will have arrived by the time the meeting starts. (মিটিং শুরু হওয়ার আগেই তারা পৌঁছে যাবে।)
- I will have completed my assignment by the deadline. (আমি ডেডলাইন অনুযায়ী আমার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে ফেলব।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I will not have finished my homework by 5 PM. (আমি ৫টার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলব না।)
- She will not have left for school by the time you arrive. (তুমি পৌঁছানোর আগেই সে স্কুলে চলে যাবে না।)
- They will not have completed the project by next week. (তারা আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করবে না।)
- We will not have visited all the tourist spots by the end of the month. (আমরা মাসের শেষের মধ্যে সব পর্যটন স্থান পরিদর্শন করে ফেলব না।)
- He will not have repaired the car by tomorrow. (সে আগামীকাল গাড়ি মেরামত করে ফেলবে না।)
- I will not have read the book by next Saturday. (আমি আগামী শনিবারের মধ্যে বইটি পড়ে ফেলব না।)
- They will not have traveled to three countries by next year. (তারা আগামী বছর তিনটি দেশে ভ্রমণ করবে না।)
- She will not have completed her work by 6 PM. (সে ৬টার মধ্যে তার কাজ শেষ করে ফেলবে না।)
- We will not have built the new house by next summer. (আমরা আগামী গ্রীষ্মের মধ্যে নতুন বাড়িটি তৈরি করে ফেলব না।)
- I will not have eaten lunch by 1 PM. (আমি ১টার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলব না।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Will I have finished my homework by 5 PM? (আমি ৫টার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলব কি?)
- Will she have left for school by the time you arrive? (তুমি পৌঁছানোর আগেই সে স্কুলে চলে যাবে কি?)
- Will they have completed the project by next week? (তারা আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করবে কি?)
- Will we have visited all the tourist spots by the end of the month? (আমরা মাসের শেষের মধ্যে সব পর্যটন স্থান পরিদর্শন করে ফেলব কি?)
- Will he have repaired the car by tomorrow? (সে আগামীকাল গাড়ি মেরামত করে ফেলবে কি?)
- Will I have read the book by next Saturday? (আমি আগামী শনিবারের মধ্যে বইটি পড়ে ফেলব কি?)
- Will they have traveled to three countries by next year? (তারা আগামী বছর তিনটি দেশে ভ্রমণ করবে কি?)
- Will she have completed her work by 6 PM? (সে ৬টার মধ্যে তার কাজ শেষ করে ফেলবে কি?)
- Will we have built the new house by next summer? (আমরা আগামী গ্রীষ্মের মধ্যে নতুন বাড়িটি তৈরি করে ফেলব কি?)
- Will I have eaten lunch by 1 PM? (আমি ১টার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলব কি?)
Future Perfect Continuous Tense
Affirmative Sentences (হাঁ সূচক বাক্য)
- I will have been studying for three hours by the time you arrive. (তুমি পৌঁছানোর আগেই আমি তিন ঘণ্টা পড়ছি।)
- She will have been working at this company for 10 years by next month. (সে আগামী মাসে এই কোম্পানিতে ১০ বছর কাজ করে ফেলবে।)
- They will have been playing football for two hours by the time the rain starts. (বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা দুই ঘণ্টা ফুটবল খেলছে।)
- By tomorrow, I will have been waiting for you for an hour. (আগামীকাল, আমি এক ঘণ্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি।)
- We will have been traveling for 24 hours when we reach our destination. (আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর সময় ২৪ ঘণ্টা ভ্রমণ করছি।)
- He will have been running for 30 minutes by the time we arrive at the park. (আমরা পার্কে পৌঁছানোর সময় সে ৩০ মিনিট দৌড়ে চলেছে।)
- I will have been working on this project for a week by the end of this month. (এই মাসের শেষের মধ্যে আমি এক সপ্তাহ ধরে এই প্রকল্পে কাজ করছি।)
- They will have been living in this house for 5 years by next summer. (তারা আগামী গ্রীষ্মে ৫ বছর ধরে এই বাড়িতে থাকবে।)
- By the time the movie ends, I will have been watching it for two hours. (চলচ্চিত্রটি শেষ হওয়ার আগেই আমি দুই ঘণ্টা ধরে এটি দেখছি।)
- She will have been studying English for 5 years by next year. (সে আগামী বছর ৫ বছর ধরে ইংরেজি পড়ছে।)
- By the time you arrive, we will have been waiting for you for half an hour. (তুমি পৌঁছানোর আগেই আমরা আধা ঘণ্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি।)
- I will have been cooking dinner for an hour by the time you come. (তুমি আসার সময় আমি এক ঘণ্টা ধরে রাতের খাবার রান্না করছি।)
- We will have been working for 8 hours by the time the shift ends. (শিফট শেষ হওয়ার সময় আমরা ৮ ঘণ্টা কাজ করছি।)
- They will have been teaching for over 20 years by the time they retire. (তারা অবসর নেওয়ার সময় ২০ বছরেরও বেশি সময় ধরে পড়াচ্ছেন।)
- He will have been playing guitar for 2 hours by the time we reach the concert. (আমরা কনসার্টে পৌঁছানোর সময় সে দুই ঘণ্টা গিটার বাজাচ্ছে।)
Negative Sentences (না সূচক বাক্য)
- I will not have been studying for three hours by the time you arrive. (তুমি পৌঁছানোর আগেই আমি তিন ঘণ্টা পড়ছি না।)
- She will not have been working at this company for 10 years by next month. (সে আগামী মাসে এই কোম্পানিতে ১০ বছর কাজ করে ফেলবে না।)
- They will not have been playing football for two hours by the time the rain starts. (বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা দুই ঘণ্টা ফুটবল খেলছে না।)
- By tomorrow, I will not have been waiting for you for an hour. (আগামীকাল, আমি এক ঘণ্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি না।)
- We will not have been traveling for 24 hours when we reach our destination. (আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর সময় ২৪ ঘণ্টা ভ্রমণ করছি না।)
- He will not have been running for 30 minutes by the time we arrive at the park. (আমরা পার্কে পৌঁছানোর সময় সে ৩০ মিনিট দৌড়ে চলেছে না।)
- I will not have been working on this project for a week by the end of this month. (এই মাসের শেষের মধ্যে আমি এক সপ্তাহ ধরে এই প্রকল্পে কাজ করছি না।)
- They will not have been living in this house for 5 years by next summer. (তারা আগামী গ্রীষ্মে ৫ বছর ধরে এই বাড়িতে থাকবে না।)
- By the time the movie ends, I will not have been watching it for two hours. (চলচ্চিত্রটি শেষ হওয়ার আগেই আমি দুই ঘণ্টা ধরে এটি দেখছি না।)
- She will not have been studying English for 5 years by next year. (সে আগামী বছর ৫ বছর ধরে ইংরেজি পড়ছে না।)
Interrogative Sentences (প্রশ্নবোধক বাক্য)
- Will I have been studying for three hours by the time you arrive? (তুমি পৌঁছানোর আগেই আমি তিন ঘণ্টা পড়ছি কি?)
- Will she have been working at this company for 10 years by next month? (সে আগামী মাসে এই কোম্পানিতে ১০ বছর কাজ করে ফেলবে কি?)
- Will they have been playing football for two hours by the time the rain starts? (বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা দুই ঘণ্টা ফুটবল খেলছে কি?)
- By tomorrow, will I have been waiting for you for an hour? (আগামীকাল, আমি এক ঘণ্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি কি?)
- Will we have been traveling for 24 hours when we reach our destination? (আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর সময় ২৪ ঘণ্টা ভ্রমণ করছি কি?)
- Will he have been running for 30 minutes by the time we arrive at the park? (আমরা পার্কে পৌঁছানোর সময় সে ৩০ মিনিট দৌড়ে চলেছে কি?)
- Will I have been working on this project for a week by the end of this month? (এই মাসের শেষের মধ্যে আমি এক সপ্তাহ ধরে এই প্রকল্পে কাজ করছি কি?)
- Will they have been living in this house for 5 years by next summer? (তারা আগামী গ্রীষ্মে ৫ বছর ধরে এই বাড়িতে থাকবে কি?)
- By the time the movie ends, will I have been watching it for two hours? (চলচ্চিত্রটি শেষ হওয়ার আগেই আমি দুই ঘণ্টা ধরে এটি দেখছি কি?)
- Will she have been studying English for 5 years by next year? (সে আগামী বছর ৫ বছর ধরে ইংরেজি পড়ছে কি?)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন