LAW



প্রশ্ন: আইনের সংজ্ঞা দাও বিভিন্ন প্রকার আইনগুলি কী?
উত্তর: আইনের সংজ্ঞা: আইনের সংজ্ঞা প্রদান একটি অত্যন্ত দুরূহ কাজ। তথাপিও বিভিন্ন আইন বিজ্ঞানী এবং দার্শনিকগণ ইহা বিভিন্ন উপায়ে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। সাধারণভাবে 'আইন' বলতে আমরা যেকোনো কার্যের নিয়মকে বুঝে থাকি। নিম্নে আমরা বিভিন্ন আইন বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞাকে তুলে ধরছি:
Prof. Salmond আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে, "Law is the body of principles recognized and applied by the state in the administration of justice." অর্থাত্ বিচার প্রশাসন কার্যে যে সকল নীতিমালাসমূহ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রয়োগকৃত হয়ে থাকে, উহাই আইন।
প্রখ্যাত আইন বিশারদ John Austin বলেন যে, "Law is the command of the sovereign." অর্থাত্ আইন হলো এক ধরনের অধিকার বাধ্যবাধকতা যা রাষ্ট্র বলবত্ করে।
Prof. Holland-এর ভাষায়, "Law is a general rule of external human action enforced by a sovereign political authority." অর্থাত্ আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রবর্তিত এমন কতকগুলি বিধিমালা যা সার্বভৌম কর্তৃপড়্গ কর্তৃক বলবত্ করা হয়।
অধ্যাপক কিটন বলেন যে, "To attempt to establish a single satisfactory definition of law is to seek to confine jurisprudence within a straitjacket from which it is continually striving to escape." সুনির্দিষ্ট আবরণ থেকে প্রতিনিয়ত সংগ্রাম করে আইন বেরিয়ে আসছে, সেই আবরণের মধ্য হতেই আইনের একটি যথার্থ সন্তোষজনক সংজ্ঞা নিরূপণ করা যায়।
ব্ল্যাকস্টোনের মত হলো, "Law is its most general and comprehensive sense signifies a rule of action and is applied indiscriminately to all kinds of actions, whether animate or inanimate, rational or irrational. Thus, we say the laws of gravitation, or optics or mechanics, as well as the laws of nature and of nations." আইনের প্রকৃতি হবে 'সাধারণ', এমনকি বিভেদ বহির্ভূতভাবে এই আইন সকলের ক্ষেত্রে সমভাবে প্রযুক্ত হবে, যেরূপভাবে মাধ্যাকর্ষণ আইন, প্রাকৃতিক আইন ইত্যাদি সবার ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে।
কান্টের বক্তব্য হলো, "The sum total of the conditions under which the personal wishes of one man can be combined with the personal wishes of another man in accordance with the general law of freedom." একজনের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষার সাথে অন্যজনের অনুরূপ আশা-আকাঙ্ক্ষার বা চাওয়া-পাওয়ার সমন্বয়ে গঠিত সামঞ্জস্যপূর্ণ রীতিনীতির সমষ্টিই হলো আইন।
স্যার হেনরী মেইন বলেন, "The word 'law' has come down to us in close association with two nations, the nations of order and the nation of force." আদেশ এবং ক্ষমতা বা শক্তি পরস্পর সম্পর্কযুক্ত এই দুটি ধারণার থেকে আইন শব্দটি উদ্ভূত হয়েছে।
বাংলাদেশ সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী 'আইন' অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো প্রথা বা রীতি।
উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় যে, আইন কোনো একটি সুনির্দিষ্ট সংজ্ঞার আওতায় আনা অসম্ভব। তবে, আইনের সংজ্ঞাকে বাংলাদেশের পরিমণ্ডলে বিবেচনা করলে বাংলাদেশ সংবিধানে প্রদত্ত সংজ্ঞাই প্রকৃত আইনের সংজ্ঞা। যেহেতু সংবিধানই বাংলাদেশের সর্বোচ্চ আইন।
আইনের প্রকারভেদ: বিভিন্ন প্রকার আইনের নামসমূহ সংজ্ঞার ভিন্নতার প্রেক্ষিতে নিম্নে উল্লেখ করা হলো:
1.      গণ আইন (Public Law);
2.      ব্যক্তিগত আইন (Private Law);
3.      রাষ্ট্রীয় আইন (State Law);
4.      আন্তর্জাতিক আইন (International Law);
5.      সাংবিধানিক আইন (Constitutional Law);
6.      প্রশাসনিক আইন (Administrative Law);
7.      সাধারণ আইন (Common Law);
8.      প্রথাগত আইন (Customary Law);
9.      সামরিক আইন (Martial Law);
10.  বিশেষ আইন (Special Law);
11.  প্রচলিত আইন (Conventional Law);
12.  প্রাকৃতিক আইন (Natural Law);
13.  কারিগরী আইন (Technical Law);
14.  পৌর আইন (Municipal Law); এবং
15.  ন্যায়পরতার আইন (Law of Equity); ইত্যাদি



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্বগ্রাম

Narration For HSC Students

English Model Question for Class 5