১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের উত্তর (কলেজ)
সাধারণ জ্ঞান
১. ‘হাতির ঝিল ‘ এর নকশার পরিকল্পনা করেন কে?
স্থপতি এহসান কান
২. ‘আমার বন্ধু রাশেদ‘ -= বইটির লেখক
উত্তর নাই । সঠিক উত্তর মুহাম্মদ জাফর ইকবাল ।
৩. ‘Big apple ' বলা হয় কোন শহরেকে
নিউইর্য়ক
৪. জাপানের পার্লামেন্টের নাম কী ?
ডায়েট
৫. বিশ্বের সবচেযে বেশি কফি উত্পাদনকারী দেশ কোনটি ?
ব্রাজিল
৬. ‘কুতুব মিনার ‘‘কোথায় অবস্থিত?
ভারত
৭. CNN এর পূর্ণরুপ কী?
Cable news network
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি ?
অসমাপ্ত আত্মজীবনী
৯. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নাই?
বরিশাল
১০. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
প্লাটিনাম
১১. মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি ?
২০টি
১২. নিম্নের কোন দেশটি - এর সদস্য নয় ?
ফ্রান্স
১৩. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
১৪.২০১৫সালের ১৭ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
কারাকাস, ভেনিজুয়েলা
১৫. বর্ণালী ও শুভ্র কি?
উন্নত জাতের ভূট্টা
১৬. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
অক্সিজেন পরিবহন করা
১৭. ‘মধুবালা‘ নামটি কি জন্য বিখ্যাত ?
হলদে জাতের তরমুজ হিসাবে
১৮. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি?
আগুন
১৯. ২০১৫সালের ঢাকা ও চট্টগ্রাম ‘সিটি নির্বাচন ‘ কত তারিখে
অনুষ্ঠিত হয় ?
২৮ এপ্রিল
২০. সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরী করেছেন?
-তামিম ইকবাল
২১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?
১৯৩৯ সালে
২২. ২৫ এপ্রিল ২০১৫ -এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রেখটার স্কেলে কত ছিল?
৭.৮
২৩. নাসিরাবাদের বর্তমান নাম কি?
- ময়মনসিংহ
২৪. হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি ?
- ক্যালসিয়াম
২৫. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?
- সিলিকন
২৬. CotѲ . √(1-cos^2Ѳ)= ?
cosѲ
27. (3r)° = ?
1
28. 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা?
অমূলদ সংখ্যা
২৯. tan90° এর মান কত?
infinite
৩০. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
৭০
৩১. ১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০°কোণ উন্নিত করে দেয়ালের ------ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?
৯ মিটার
৩২. একটি আয়াতাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুন। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
১২৮ মিটার
৩৩. একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
৩৬
৩৪. অনুপাতের একক কোনটি?
অনুপাতের কোন একক নেই
৩৫. নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
২, ৩, ৫ সে. মি.
৩৬. ১২৫° কোণের সম্পূরক কোন কত?
৫৫°
৩৭. x - 1/x =7 হলে, x3 - 1/x3 এর মান কত?
৩৬৪
৩৮. log2¬64 + log2¬8 এর মান কত?
৯
৩৯. -15 + x+ 2x2 এর উৎপাদক কত?
(x+3)(2a - 5)
40. a+b = 17 এবং ab= 60 হলে (a-b)2 এর মান কত?
49
41. 5n+2 - 35 5n-1/4 5n এর মান কত?
8
42. x এর মান কত হলে 24x - 12 = 16 হবে?
4
43. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?
৪%
44. ৬, ৮, ১০ এর গানিতিক গড়টি ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
৮
45. দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ সা গু ৯ হলে তাদের লো সা গু কত?
৫০৪
৪৬. ১৫ টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের সমান। ৩০ টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
৬ টি
৪৭. ২০ টি কমলার ২০% পচা হলে, ভাল কমলার সংখ্যা নিচের কোনটি?
১৬ টি
৪৮. ০.২ এর ২০% কত?
০.০৪
৪৯. m√an এর মান নিচের কোনটি?
a^n/m
50. নিচের কোনটি বৃহত্তম?
√0.3
৫১. "A child likes only sweets" Negative form of this sentence is-
a child likes nothing but sweets
52. You had better ___ him at once.
ring
53. If I had a typewriter____
I would type myself
54. While he ___ in the garden, a snake bit him.
was walking
55. It __ since morning.
has been raining
56. Identify the correct spelling.
acquaintance
57. He suffered from the ___ that he was another Napoleon
illusion
58. The antonym of "belligerent" is--
peaceful
59. The children were entrusted ___ the care of their uncle.
to
60. It is high time he (change) his bad habits.
changed
61. The passive form of "Who has broken the glass"? is-
by whom have the glass been broken?
62. The passive form of the sentence "Enter the house by this gate" is-
Let the house be entered by this gate.
63. He acted ___strong opposition.
in the teeth of
64. The correct sentence is-
two third of it is fine
65. 'Apple of one's eye' means-
extremely favourite
66. "Null and void" means--
invalid
67. What is the plural number of 'spectrum' ?
Spectra
68. Check _____ beast in you.
the
69. Choose the correct sentence:
He has been living here for five months
70. ____honestly of Rahim is enviable.
the
71. The adjective form of "heart" is---
hearty
72. He complied ___ her request.
with
73. ___ mother rose in her.
the
74. The noun form of "endure" is-
endurance
75. The judge acquitted him ___ the charge.
of
৭৬. ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
সংস্কৃত
৭৭. 'Justification for' এর সঠিক অনুবাদ কোনটি?
সমর্থন
৭৮. 'বীণাপাণি' কোন সমাস?
বহুব্রীহি সমাস
৭৯. গাছে উঠতে পটু যে--- এক কথায় কি হবে?
গেছো
৮০. ---শব্দটির বিপরীত শব্দ কোনটি?
৮১। কাঁদ+না ----এটি কোন সন্ধি?
ব্যঞ্জন সন্ধি
৮২. 'গিন্নি' কোন শব্দ?
অর্ধতৎসম
৮৩. বাক্য দাঁড়ি (।) থাকলে কতক্ষন থামতে হয়?
এক(১) সেকেন্ড বিরতির প্রয়োজন
৮৪. গাড়ী 'ষ্টেশন' ছাড়ল ---- এখানে ষ্টেশন কোন বিভক্তি?
অপাদান কারকে শূন্য
৮৫. কোন শব্দটি 'সিক্ত'র বিপরীত?
শুষ্ক
৮৬. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্নরুপ ব্যবহৃত হয়--
সাধু ভাষারীতিতে
৮৭. বাগযন্ত্রের অংশ নয়-
কান
৮৮. নিচের কোন শব্দটি শুদ্ধ?
কৌতূহল
৮৯. নতুন শব্দ গঠন করে--
সন্ধি ও সমাস
৯০. পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
√পঠ+অক
৯১. কোন বানানটি শুদ্ধ?
শিরচ্ছেদ
৯২. 'অনুমোদিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
অননুমোদিত
৯৩. একাদশে বৃহস্পতি কী?
বাগধারা
৯৪. সর্বজনের হিতকর-- এক কথায় কী হবে?
সর্বজনীন
৯৫. 'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
সরোবর
৯৬. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অন্তরীক্ষ
৯৭. বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল-
বিশেষভাবে বিশ্লেষণ
৯৮. সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম-
বঙ্গদর্শন
৯৯. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
কাব্য
১০০. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
সন্ধি
১. ‘হাতির ঝিল ‘ এর নকশার পরিকল্পনা করেন কে?
স্থপতি এহসান কান
২. ‘আমার বন্ধু রাশেদ‘ -= বইটির লেখক
উত্তর নাই । সঠিক উত্তর মুহাম্মদ জাফর ইকবাল ।
৩. ‘Big apple ' বলা হয় কোন শহরেকে
নিউইর্য়ক
৪. জাপানের পার্লামেন্টের নাম কী ?
ডায়েট
৫. বিশ্বের সবচেযে বেশি কফি উত্পাদনকারী দেশ কোনটি ?
ব্রাজিল
৬. ‘কুতুব মিনার ‘‘কোথায় অবস্থিত?
ভারত
৭. CNN এর পূর্ণরুপ কী?
Cable news network
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি ?
অসমাপ্ত আত্মজীবনী
৯. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নাই?
বরিশাল
১০. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
প্লাটিনাম
১১. মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি ?
২০টি
১২. নিম্নের কোন দেশটি - এর সদস্য নয় ?
ফ্রান্স
১৩. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
১৪.২০১৫সালের ১৭ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
কারাকাস, ভেনিজুয়েলা
১৫. বর্ণালী ও শুভ্র কি?
উন্নত জাতের ভূট্টা
১৬. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
অক্সিজেন পরিবহন করা
১৭. ‘মধুবালা‘ নামটি কি জন্য বিখ্যাত ?
হলদে জাতের তরমুজ হিসাবে
১৮. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি?
আগুন
১৯. ২০১৫সালের ঢাকা ও চট্টগ্রাম ‘সিটি নির্বাচন ‘ কত তারিখে
অনুষ্ঠিত হয় ?
২৮ এপ্রিল
২০. সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরী করেছেন?
-তামিম ইকবাল
২১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?
১৯৩৯ সালে
২২. ২৫ এপ্রিল ২০১৫ -এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রেখটার স্কেলে কত ছিল?
৭.৮
২৩. নাসিরাবাদের বর্তমান নাম কি?
- ময়মনসিংহ
২৪. হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি ?
- ক্যালসিয়াম
২৫. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?
- সিলিকন
২৬. CotѲ . √(1-cos^2Ѳ)= ?
cosѲ
27. (3r)° = ?
1
28. 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা?
অমূলদ সংখ্যা
২৯. tan90° এর মান কত?
infinite
৩০. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
৭০
৩১. ১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০°কোণ উন্নিত করে দেয়ালের ------ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?
৯ মিটার
৩২. একটি আয়াতাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুন। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
১২৮ মিটার
৩৩. একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
৩৬
৩৪. অনুপাতের একক কোনটি?
অনুপাতের কোন একক নেই
৩৫. নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
২, ৩, ৫ সে. মি.
৩৬. ১২৫° কোণের সম্পূরক কোন কত?
৫৫°
৩৭. x - 1/x =7 হলে, x3 - 1/x3 এর মান কত?
৩৬৪
৩৮. log2¬64 + log2¬8 এর মান কত?
৯
৩৯. -15 + x+ 2x2 এর উৎপাদক কত?
(x+3)(2a - 5)
40. a+b = 17 এবং ab= 60 হলে (a-b)2 এর মান কত?
49
41. 5n+2 - 35 5n-1/4 5n এর মান কত?
8
42. x এর মান কত হলে 24x - 12 = 16 হবে?
4
43. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?
৪%
44. ৬, ৮, ১০ এর গানিতিক গড়টি ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
৮
45. দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ সা গু ৯ হলে তাদের লো সা গু কত?
৫০৪
৪৬. ১৫ টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের সমান। ৩০ টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
৬ টি
৪৭. ২০ টি কমলার ২০% পচা হলে, ভাল কমলার সংখ্যা নিচের কোনটি?
১৬ টি
৪৮. ০.২ এর ২০% কত?
০.০৪
৪৯. m√an এর মান নিচের কোনটি?
a^n/m
50. নিচের কোনটি বৃহত্তম?
√0.3
৫১. "A child likes only sweets" Negative form of this sentence is-
a child likes nothing but sweets
52. You had better ___ him at once.
ring
53. If I had a typewriter____
I would type myself
54. While he ___ in the garden, a snake bit him.
was walking
55. It __ since morning.
has been raining
56. Identify the correct spelling.
acquaintance
57. He suffered from the ___ that he was another Napoleon
illusion
58. The antonym of "belligerent" is--
peaceful
59. The children were entrusted ___ the care of their uncle.
to
60. It is high time he (change) his bad habits.
changed
61. The passive form of "Who has broken the glass"? is-
by whom have the glass been broken?
62. The passive form of the sentence "Enter the house by this gate" is-
Let the house be entered by this gate.
63. He acted ___strong opposition.
in the teeth of
64. The correct sentence is-
two third of it is fine
65. 'Apple of one's eye' means-
extremely favourite
66. "Null and void" means--
invalid
67. What is the plural number of 'spectrum' ?
Spectra
68. Check _____ beast in you.
the
69. Choose the correct sentence:
He has been living here for five months
70. ____honestly of Rahim is enviable.
the
71. The adjective form of "heart" is---
hearty
72. He complied ___ her request.
with
73. ___ mother rose in her.
the
74. The noun form of "endure" is-
endurance
75. The judge acquitted him ___ the charge.
of
৭৬. ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
সংস্কৃত
৭৭. 'Justification for' এর সঠিক অনুবাদ কোনটি?
সমর্থন
৭৮. 'বীণাপাণি' কোন সমাস?
বহুব্রীহি সমাস
৭৯. গাছে উঠতে পটু যে--- এক কথায় কি হবে?
গেছো
৮০. ---শব্দটির বিপরীত শব্দ কোনটি?
৮১। কাঁদ+না ----এটি কোন সন্ধি?
ব্যঞ্জন সন্ধি
৮২. 'গিন্নি' কোন শব্দ?
অর্ধতৎসম
৮৩. বাক্য দাঁড়ি (।) থাকলে কতক্ষন থামতে হয়?
এক(১) সেকেন্ড বিরতির প্রয়োজন
৮৪. গাড়ী 'ষ্টেশন' ছাড়ল ---- এখানে ষ্টেশন কোন বিভক্তি?
অপাদান কারকে শূন্য
৮৫. কোন শব্দটি 'সিক্ত'র বিপরীত?
শুষ্ক
৮৬. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্নরুপ ব্যবহৃত হয়--
সাধু ভাষারীতিতে
৮৭. বাগযন্ত্রের অংশ নয়-
কান
৮৮. নিচের কোন শব্দটি শুদ্ধ?
কৌতূহল
৮৯. নতুন শব্দ গঠন করে--
সন্ধি ও সমাস
৯০. পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
√পঠ+অক
৯১. কোন বানানটি শুদ্ধ?
শিরচ্ছেদ
৯২. 'অনুমোদিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
অননুমোদিত
৯৩. একাদশে বৃহস্পতি কী?
বাগধারা
৯৪. সর্বজনের হিতকর-- এক কথায় কী হবে?
সর্বজনীন
৯৫. 'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
সরোবর
৯৬. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অন্তরীক্ষ
৯৭. বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল-
বিশেষভাবে বিশ্লেষণ
৯৮. সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম-
বঙ্গদর্শন
৯৯. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
কাব্য
১০০. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
সন্ধি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন