বিশ্বগ্রাম
বিশ্বগ্রামের ধারণা , বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ , বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধাসমূহ। বিশ্বগ্রামঃ বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করবে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। বিশ্বগ্রামের এই ধারণা ১৯৬২ সালে কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান (Marchall Mcluhan) সর্ব প্রথম তার 'The Gutenberg Galaxy' বইয়ে উল্লেখ করেন। এই জন্য মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহঃ ১। হার্ডওয়্যারঃ বিশ্বগ্রামে ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন