বাংলা ব্যাকরণের ইতিহাস
বাংলা ব্যাকরণের ইতিহাস
সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেছিলেন পাণিনি। খ্রিস্টপূর্ব সপ্তম শতকে তিনি তাঁর বিখ্যাত “অষ্ট্যাধ্যায়ী” নামের সংস্কৃত ব্যাকরণ রচনা করেন। এরপর ১৭৩৪ সালে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁউ। পরবর্তীতে১৭৪৩ সালে এটি পর্তুগালের রাজধানী লিবসন থেকে রোমান হরফে মুদ্রিত হয়েছিল। এরপর ইয়রেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড ১৭৭৮ সালে। তাঁর রচিত বাংলা ব্যাকরণ ‘ A grammar of the Begali Language ’ শিরোনামে প্রকাশিত হয়।
এরপর ব্যাকরণ রচনা করেন উইলিয়াম কেরী। ১৮০১ সালে তার বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় ১৮২৬ সালে। তবে তা ছিল ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় রচিত তার ব্যাকরণ বইটির নাম ছিল ‘Bengali Grammar in English Language’। এরপর ১৮৩৩ সালে তিনি তার ইংরেজিতে লেখা ব্যাকরণটি বাংলায় অনুবাদ করেন। যা স্কুল বুক সোসাইটি, কোলকাতা হতে প্রকাশিত হয়। এ ব্যাকরণের নাম ছিল “গৌড়ীয় ব্যাকরণ”। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ।
তথ্য কণিকা
১. খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে পাণিনি প্রথম ব্যাকরণ রচনা করেন সংস্কৃত ভাষায় যার নাম ছিল “অষ্টাধ্যায়ী”।
২. প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁউ ১৭৩৪ সালে পর্তুগিজ ভাষায়।
৩. প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়, রোমান হরফে।
৪. সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের নাম Vocabolario em idhioma Bengalla, e portuzuez dividhido em duas partes.
৫. ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড ১৭৭৮ সালে। তার ব্যাকরণের নাম A grammar of the Begali Language.
৬. বাঙ্গালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় ১৮২৬ সালে ইংরেজি ভাষায়। তার লেখা ব্যাকরণের নাম Bengali Grammar in English Language।
৭. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় ১৮৩৩ সালে। তার ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ।
৮. ড: মুহম্মদ শহীদুল্লাহর লেখা ব্যাকরণেনর নাম “বাঙ্গালা ব্যাকরণ”। ১৯৩৫ সালে।
৯. ড: সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণের নাম “ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ”। ১৯৩৯ সালে।
গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
০১. সর্বপ্রথম বাংলায় ব্যাকরণ লেখেন কে?
(ক) রাজা রামমোহন রায় (খ) এন. বি. হেলহেড (গ) উইলিয়াম কেরি (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
০২. ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
(ক) তিনটি (খ) চারটি (গ) পাঁচটি (ঘ) দুইটি
০৩. রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণগ্রন্থ কোনটি?
(ক) ব্যাকরণ মঞ্জুরী (খ) ব্যাকরণ বিচিত্রা (গ) Bengali Grammar (ঘ) গৌড়ীয় ব্যাকরণ
০৪. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয়-
(ক) ধ্বনিতত্ত্ব (খ) রূপতত্ত্ব (গ) পদক্রম (ঘ) অভিধানতত্ত্ব
০৫. বাংলা ব্যাকরণে ‘বচন ও লিঙ্গ’ আলোচিত হয় কোন বিভাগে?
(ক) পদক্রমে (খ) বাক্যতত্ত্বে (গ) ধ্বনিতত্ত্বে (ঘ) রূপতত্ত্বে
০৬. ব্যাকরণের মূল ভিত্তি কী?
(ক) ভাব (খ) ভাষা (গ) ধ্বনি (ঘ) বাক্য
০৭. ধাতুর রূপ ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়?
(ক) ধ্বনিতত্ত্ব (খ) ভাষাতত্ত্ব (গ) রূপতত্ত্ব (ঘ) বাক্যতত্ত্ব
০৮. ব্যাকরণকে এক কথায় কী বলে?
(ক) ভাষা আইন (খ) ভাষা অভিধান (গ) ভাষার সংবিধান (ঘ) ভাষা বিশ্লেষণ
০৯. বাংলা ব্যাকরণের মূল ভাবধারা এসেছে কোন ভাষা থেকে?
(ক) সংস্কৃত (খ) বাঙলা (গ) ইংরেজি (ঘ) ফারসি
১০. পৃথিবীর অধিকাংশ ভাষার কয়টি রীতি লক্ষণীয়?
(ক) দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
উত্তরমালা
1 | ক | 2 | খ | 3 | ঘ | 4 | ঘ | 5 | ঘ |
6 | গ | 7 | গ | 8 | ঘ | 9 | ক | 10 | ক |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন